শিরোনাম

বরিশালে একদিনে ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

Views: 47

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃত আব্দুর রাজ্জাক পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি গত ১৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পটুয়াখালী থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩২৪ রোগী। এরমধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১১৬ জন, পটুয়াখালীতে ৯১ জন, পিরোজপুরে ৪৫ জন, ভোলায় ৪০ জন, বরগুনায় ২৮ জন আছেন ও ঝালকাঠিতে চারজন।

এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ১৯৭ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এরমধ্যে বরিশালে ৪৯০ জন, পটুয়াখালীতে ২৬৫ জন, ভোলায় ১১০ জন, পিরোজপুরে ১৫৭ জন, বরগুনায় ১৫৭ জন ও ঝালকাঠিতে ১৮ জন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *