শিরোনাম

কুয়াকাটার সৌন্দর্য রক্ষায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

Views: 14

পটুয়াখালী প্রতিনিধি :: পর্যটন কেন্দ্র কুয়াকাটার পরিবেশ সুরক্ষায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এই অভিযান চলবে আগামী দুদিন।

প্রশাসনের তথ্য অনুযায়ী, জিরো পয়েন্ট থেকে পৌরভবন পর্যন্ত এলাকায় অবৈধ দখলদারদের স্থাপনা সরাতে আগে থেকেই নোটিশ ও মাইকিং করা হলেও অনেকেই স্থানান্তর করেনি। ফলে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়ে এসব স্থাপনা সরানোর কাজ করছে।

কুয়াকাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, “আমরা প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছি, যা আইনগতভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই চলছে। যারা এখনও স্থানান্তর করেননি, তাদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি।”

এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ। সেনাবাহিনী, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সহায়তায় পুরো এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *