শিরোনাম

কাউখালীতে রাস্তা সংস্কারের অভাবে দূর্ভোগে জনগণ

Views: 41

 

ববিশাল অফিস: পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের রাস্তাগুলো দূর থেকে তাকালে মনে হচ্ছে এক একটা খাল, আর তার বুক চিরে বয়ে চলছে ইট ভাঙ্গা লাল পানি। সারা বাংলাদেশে উন্নয়ন হয় কিন্তু কাউখালী দিন দিন অবনতি হচ্ছে। এমনই অভিব্যক্তি প্রকাশ করেছেন এ রাস্তা গুলোতে চলাচল করা স্থানীয় জনগণ।

শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে কাউখালীবাসীর। দীর্ঘদিন ধরে এই সড়কগুলো সংস্কার হচ্ছে না। উপজেলা পরিষদের সমাজসেবা অফিস থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত ৩৪০ মিটার রাস্তাটির দুর্ভোগ একেবারে চরমে। খানাখন্দের সৃষ্টি হয় যান চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় হাঁটু পরিমাণ পানি থাকে রাস্তায়।

রাস্তার দুপাশের দোকানদাররা বৃষ্টি হলে তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যায়, কারণ রাস্তা কাদামক্ত ও পানি জমে থাকার কারণে এ রাস্তা দিয়ে তখন কেউ চলাচল করে না। তাদের ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ী নুরুল ইসলাম ও বাদল হোসেন বলেন, আমাদের দুর্ভোগে কোন শেষ নেই। বৃষ্টির সময় আমরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যাই। রাস্তায় পানি থাকার কারণে কোন ক্রেতা আমাদের দোকানে আসছে না। পথচারী মাসুম বিল্লাহ বলেন, এর সমাধান কবে হবে, বিভিন্ন জায়গা যোগাযোগ করেও আজ পর্যন্ত রাস্তার কাজের কোন সমাধান পাচ্ছিনা।

রিক্সা চালক লিটন আক্ষেপ করে বলেন, এই রাস্তাটিসহ কাউখালীর অধিকাংশ রাস্তাই খানাখন্দের কারণে গাড়ি চালাতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। শহরের এই গুরুত্বপূর্ণ সড়ক আর কত খারাপ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নেবে এলাকাবাসীর প্রশ্ন।

এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বৃষ্টির কারণে রাস্তার কাজ হচ্ছে না বৃষ্টি কমে গেলেই রাস্তার সংস্কার কাজ শুরু হয়ে যাবে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমি এ ব্যাপারে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলছি বৃষ্টি কমলেই রাস্তা কাজ শুরু হয়ে যাবে। এবং উপজেলার সড়কগুলো সরেজমিনের দেখে পর্যায়ক্রমে সমাধান করব।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *