শিরোনাম

ইলিশ অভিযানের চালে,বিএনপির নেতার ভাগ বসানোর অভিযোগ

Views: 37

বরিশাল অফিস::  বরিশাল সদর উপজেলা ৩নং চরবাড়িয়া ইউনিয়নের জেলেদের চালে ভাগ বসানোর অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী দল (বিএনপি) মৎস্য দলের সহ সভাপতি মনির হাওলাদারের বিরুদ্ধে।

এ নিয়ে বরিশাল সদর উপজেলা মৎস্য বিএনপির সিনিয়র নেতা ও কর্মীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী বরিশাল সদর উপজেলা বিএনপি সভাপতি খোকন হাওলাদার অভিযোগ করে বলেন,গত ১৫ বছর আমরা ক্ষমতায় ছিলাম না, তাই সঠিক ভাবে কেনো কিছু বন্টন করতে পারি নাই। গত ৫ ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের পতনের পর তারা দেশ থেকে পলিয়ে যায়। জেলেদের চাল বন্টন করার মতো কেউ ছিলো না, তাই আমরা সঠিক ভাবে জেলেদের মাঝে চাল বন্টন করার চেষ্টা করি।

কিন্তু আমাদের চরবাড়িয়া ইউনিয়ন মৎস্য বিএনপি সহ সভাপতি মনির হাওলাদার নগরীর ৯নং ওয়ার্ড রসুলপুর এলাকা থেকে ৩০ টি’ আইডি কার্ড এনে বিভিন্ন মানুষের পরিচয় দিয়ে তাদের তাদের চাল দিতে হবে এমন মন্তব্য করে প্রভাব খাটায় আমি তাদের চাল দিতে অস্বীকার করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়।

আর এক ভুক্তভোগী বরিশাল সদর উপজেলা মৎস্য বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, গত ১৫ বছর আমার ক্ষমতায় ছিলাম না কিন্তু আ’লীগের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ থাকার কারনে এতো দিন জেলেরা সঠিক ভাবে চাল পায় নায়। তিনি সবসময় তার আত্মীয় স্বজনদের মধ্যে চাল বিতরণ ও আত্মসাত করে আসছিলো।

তিনি বলেন, ৩০২ জন জেলেদের মাঝে চাল বিতরণ করার কাগজের কলমে থাকলেও বাস্তবে তা তিনি করেনি। তিনি চাল সকলের মাজে বিতরণ না করে ১০৯ জনের চাল আত্মসাত করে। এই বার আমরা ৪১১ জন জেলেদের চাল দিয়েছি তাই আর কেনো জেলেকে বাদ দেওয়া হয়নি। সবাই সঠিক ভাবে চাল পেয়েছে।

কিন্তু, আমাদের চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি মৎস্য সহ সভাপতি মনির হাওলাদারকে চাল দিতে অস্বীকার করায় আমাদের বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে ও কমিটি বিলুপ্ত করার জন্য পায়তারা করেন। অন্যদের কমিটি দিবে বলেন এবং আমাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করেন।

এ বিষয় অভিযুক্ত চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি মৎস্য দলের সহ সভাপতি মনির হাওলাদার বলেন,আপনারা আমার বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করে দেখেন, আমি কোন আইডি কার্ড আনিও নাই। আর কাউকে দেইওনাই।

তিনি বলেন, কমিটি বিষয়ে আমার কাছে চন্দ্র মোহন ইউনিয়নের একজন সদস্য জিজ্ঞেসা করছে নতুন কমিটি দিতে কতো টাকা খরচ হবে, আমি বলছি সব নেতাকর্মীরা গেলে এক লক্ষ টাকা খরচ হতে পারে। তা আমার উপর চাপিয়ে বলা হয় আমি নাকি তাদের কাছে একলক্ষ টাকা দাবি করছি। আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে বরিশাল জেলা (দক্ষিন) বিএনপি মৎস্য জীবী দলের সভাপতি মোঃ রুস্তম আলী মল্লিক বলেন, যদি সে গরীব দুস্ত হয়,তাহলে সে চাল চাইতেই পারেন, এখানে কোনো অপরাধের কিছুই দেখিনা। আর মনির কমিটি দেওয়ার কেউ না

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *