শিরোনাম

নাজিরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগ নেতাকর্মীদের নামে মামলা

Views: 14

বরিশাল অফিস :: পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিন ও তার মেজো ভাই বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুলসহ ৪০ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. বেলায়েত হোসেন মাঝি বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ বেপারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার তিমির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. আল-আমীন হোসেন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো. শান্ত ইসলাম শোভনসহ ৪০ জনের নাম উল্লেখ করে ১২০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০২২ সালের ৮ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। অভিযুক্তরা ওই কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর উপজেলা সদরের শহীদ জিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে পিস্তল, পাইপগান সহ আগ্নেয় অস্ত্র দিয়ে গুলিসহ হামলা করে। এসময় অনেকেই আহত হন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফদি বলেন, বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২০২২ সালের ৮ সেপ্টেম্বর বিএনপির দলীয় কার্যালয ভাঙচুরের অভিযোগ করে উপজেলার দীর্ঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খায়রুল কবির বাদী হয়ে আদারতে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিলে তারা মামলাটি ভিত্তিহীন হিসেবে প্রতিবেদন দাখিল করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *