শিরোনাম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হচ্ছেন কে, জানা যাবে কখন?

Views: 12

চন্দ্রদ্বীপ আন্তজাতিক :: আগামী প্রেসিডেন্টকে মনোনীত করতে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন মার্কিনীরা। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। বিগত সময়ের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেই কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হতো। কিন্তু এ বছর কমলা হ্যারিস ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এর ফলে এবার নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করতে হতে পারে।

মঙ্গলবার ভোটগ্রহণের পর প্রথম কেন্দ্রটিতে ভোটগ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। আর পুরো ভোট শেষ হবে মঙ্গলবার মধ্যরাত ১টায়। অনেক প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচনের দিন রাতেই অথবা পরের দিন সকালে জয়ীর নাম ঘোষণা করা হত।

তবে এবার অনেক রাজ্যে দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াই হচ্ছে। ফলে এসব রাজ্যে কে জয়ী হবে তা জানাতে মিডিয়াগুলোকে অপেক্ষা করতে হবে।

গত কয়েক সপ্তাহ ধরে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় কেউ কাউকে ছাড় দেয়নি। হাড্ডাহাড্ডিভাবে লড়াই চালিয়েছেন। অবস্থা এমন দাঁড়িয়ে যে কাউকে বিজয়ী ঘোষণার পর হয়তো আবার ফলাফল গণনা করতে হতে পারে।

এক্ষেত্রে সুইং স্টেট পেনসিলভানিয়ার কথা উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এ রাজ্যে যদি বিজয়ী এবং হেরে যাওয়া প্রার্থীর মধ্যে পয়েন্টের ক্ষেত্রে ভোটের ব্যবধান হাফ পার্সেন্টও হয় তাহলে ফলাফল আবার গণনা করতে হবে। ২০২০ সালে ব্যবধান ছিল ১.১ শতাংশ।

এছাড়া আইনি লড়াইও হতে পারে। কারণ নির্বাচনের আগেই রিপাবলিকান দলের আইনজীবী ১০০টির বেশি মামলা করে রেখেছেন। এক্ষেত্রে ভোট গণনা নিয়ে প্রশ্ন উঠলে আইন লড়াই হতে পারে। আর যদি নির্বাচন কেন্দ্র নিয়ে কোনো ঝামেলা হয় তাহলে ফলাফল পেতে দেরি হতে পারে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের পর চারদিন ধরে দেশটির কোনো টেলিভিশন জো বাইডেনকে জয়ী ঘোষণা করেনি। বিশেষ করে পেনসিলভানিয়াতে ভোট গণনার সুরাহা না হওয়া পর্যন্ত বিজয়ীর নাম ঘোষণা স্থগিত রাখা হয়।

তবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করেন। এছাড়া ২০১২ সালের নির্বাচনে বারাক ওবামা দ্বিতীয়বার জয়ী হলেও ফলাফল জানতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়।

মার্কিন নির্বাচনে ব্যয় দাঁড়াচ্ছে ১৫ বিলিয়ন ডলার; যথারীতি নিম্নমুখী পুঁজিবাজার যুক্তরাষ্ট্রে প্রথম কেন্দ্রটির ফল প্রকাশ, কমলা-ট্রাম্প কে কত ভোট পেলেন ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অপেক্ষার প্রহর গুনতে হয়েছে। ওই সময়ে জর্জ ডব্লিউ বুশ এবং আল গোরের মধ্যে পরিস্থিতি এমন হয় যে নির্বাচনের ফলাফল জানতে পাঁচ সপ্তাহ অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ফ্লোরিডা রাজ্যের ফলাফল পুনঃগণনা করার নির্দেশ দেন। শেষ পর্যন্ত বুশ জয় পান।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্প এবং কমলার ভাগ্য নির্ধারণ করবে। কারণ এসব অঙ্গরাজ্যের ভোটের ফলাফল যে কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।

এ অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। জর্জিয়ার শীর্ষ নির্বাচনী কর্মকর্তা অনুমান করেছেন যে, প্রথম দুই ঘণ্টার মধ্যে প্রায় ৭৫ শতাংশ ভোট গণনা করা হবে। এ রাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে মধ্যরাতেই ফলাফল ঘোষণা করা হবে।

 

স্থানীয় সময় রাত ৮টায় এ অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হবে। বিশেষজ্ঞরা আশাবাধী আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভোটগণনা শেষ হবে এবং জয়ীর নাম ঘোষণা করা যাবে।

মিশিগান : মিশিগানে ভোটগ্রহণ শেষ স্থানীয় সময় রাত ৯টায়। ধারণা করা হচ্ছে বুধবারের আগে ফলাফল পাওয়া যাবে না।

উইশকন: এ রাজ্যে স্থানীয় সময় রাত ৯টায় ভোট গ্রহণ শেষ হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন বুধবারের আগে ফলাফল পাওয়ার সম্ভবনা নেই।

অ্যারিজোনা :এ রাজ্যে স্থানীয় সময় রাত ১০টায় প্রাথমিক ফলাফল জানা যেতে পারে। তবে বুধবার সকালের আগে ফলাফল পাওয়ার সম্ভবনা নেই।

নাভাদা: এ রাজ্যেও ভোট গণনা করতে সময় লাগবে। কারণ এ রাজ্যে অনেকে মেইল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

এদিক স্থানীয় কর্তৃপক্ষ বিজয়ীর নাম ঘোষণা করার আগেই মার্কিন সংবাদমাধ্যমগুলো তাদের পর্যবেক্ষণের ভিত্তিতে সম্ভাব্য ফলাফল প্রকাশ করে।

তবে এ প্রক্রিয়া আনুষ্ঠানিক নয়। অঙ্গরাজ্য পর্যায় থেকে নির্বাচনী ফলাফলের সত্যায়ন করতে হয়। ফলাফল সত্যায়নের এ শেষ সময় ১১ ডিসেম্বর। আর ২৫ ডিসেম্বরের মধ্যে সিনেট সভাপতিকে (বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস) প্রতিটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটের সনদ গ্রহণ করতে হবে।

৬ জানুয়ারি কংগ্রেস ভোট গণনা করে ও ফলাফল নিশ্চিত করে। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *