চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে তার প্রতিভার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ আগামী ২০২৪ সালের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে মেহজাবীন তার ভক্তদের এ সংবাদ জানান। তিনি লেখেন, “আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে, যা এই নভেম্বরের মাঝামাঝি মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে।”
এ সিনেমায় ‘গোল্ডেন পিরামিড’ পুরস্কারের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করবে মেহজাবীনের এই সিনেমা। কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রিয় মালতী’ ছাড়াও ১৫টির মতো চলচ্চিত্র রয়েছে এই বিভাগে। আন্তর্জাতিক এই সম্মানজনক নির্বাচনের বিষয়টি মেহজাবীনের জন্য এক বিশাল অর্জন, যা দেশের জন্যও গর্বের বিষয়।
দেশে মুক্তির প্রসঙ্গে মেহজাবীন আরও জানান, “বিশ্ব প্রিমিয়ারের পর আমরা দেশের প্রেক্ষাগৃহেও ‘প্রিয় মালতী’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। আমার প্রতিটি কাজে আপনাদের পাশে পেয়েছি, সিনেমাটির মুক্তির সময়ও আপনাদের সমর্থন চাই।”
‘প্রিয় মালতী’ সিনেমাটির শ্যুটিং ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে হয়েছে। মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। এই সিনেমা ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধি হিসেবে প্রমাণ করবে বাংলাদেশের চলচ্চিত্রের সক্ষমতা।