চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনায় এখন পর্যন্ত ২৭৭টি ইলেক্টোরাল কলেজে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ২১৪টিতে এগিয়ে রয়েছেন। মার্কিন বার্তাসংস্থা এপি প্রকাশিত বেসরকারি ফলাফলে এই তথ্য পাওয়া গেছে।
এপির ভোটগণনা অনুযায়ী, আইডাহোর ৪টি, ইউটাহর ৬টি, ওয়াইওমিং-এর ৩টি, মন্টানার ৪টি, নর্থ ডাকোটার ৩টি, সাউথ ডাকোটার ৩টি, ক্যানসাসের ৬টি, ওকলাহোমার ৭টি, টেক্সাসের ৪০টি, আইওয়ার ৬টি, মিসৌরির ১০টি, আরকানসাসের ৬টি, লুইসিয়ানার ৮টি, ইন্ডিয়ানার ১১টি, ওহাইওর ১৭টি, ওয়েস্ট ভার্জিনিয়ার ৪টি, কেন্টাকির ৮টি, টেনেসির ১১টি, নর্থ ক্যারোলাইনার ১৬টি, সাউথ ক্যারোলাইনার ৯টি, ফ্লোরিডার ৩০টি, মিসিসিপির ৬টি ও আলাবামার ৯টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন ট্রাম্প।
অন্যদিকে, হ্যারিসের ঝুলিতে ইলেক্টোরাল ভোট আছে- ইলিনয় অঙ্গরাজ্যে ১৯টি, ওয়াশিংটনে ১২টি, ওরেগনে ৮টি, ক্যালিফোর্নিয়াতে ৫৪টি, কলোরাডোতে ১০টি, নিউ মেক্সিকোতে ৫টি, হাওয়াইতে ৪টি, ভার্জিনিয়াতে ১৩টি, মেরিল্যান্ডে ১০টি, নিউ ইয়র্কে ২৮টি, ভেরমন্টে ৩তি, নর্থ হ্যাম্পশায়ারে ৪টি, ম্যাসাচুসেটসে ১১টি, কানেক্টিকাটে ৭টি, নিউ জার্সিতে ১৪টি, রোড আইল্যান্ডে ৪টি, ডেলাওয়ারে ৩টি ও ওয়াশিংটন ডিসিতে ৩টি।
সুইং স্টেটগুলোতে কে এগিয়ে
নির্বাচনের জয়–পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখে দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্য। সেগুলো কোনও দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এসব অঙ্গরাজ্য হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা।
এখন পর্যন্ত নর্থ ক্যারোলাইনার ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। সেখানে ৫১ শতাংশ পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর কমলা হ্যারিস পেয়েছেন ৪৭ দশমিক ১ শতাংশ ভোট। ফলে, এপি’র গণনা অনুযায়ী, নর্থ ক্যারোলাইনার ১৬টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন ট্রাম্প।
এছাড়া জর্জিয়াতে ৯৭ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ট্রাম্পের ঝুলিতে গেছে ৫০ দশমিক ৭ শতাংশ ভোট। আর হ্যারিসের দিকে আছে ৪৮ দশমিক ৫ শতাংশ। ফলে এপি’র গণনা অনুযায়ী, এই রাজ্যের ১৬টি ইলেক্টোরাল ভোটও ট্রাম্প পেতে যাচ্ছেন।
পেনসিলভানিয়াতে ৯৫ শতাংশ ভোট গণনা হয়েছে। সেখানে এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৫১ শতাংশ আর হ্যারিস ৪৮ দশমিক ১ শতাংশ ভোট। এখানে ইলেক্টোরাল ভোট আছে ১৯টি।
মিশিগানে ৬০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৫২ দশমিক ৩ শতাংশ আর হ্যারিস ৪৬ শতাংশ। মিশিগানের ইলেক্টোরাল ভোট ১৫টি।
উইসকনসিনে ৮৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ট্রাম্প পাচ্ছেন ৫১ দশমিক ৪ শতাংশ আর হ্যারিস ৪৭ দশমিক ১ শতাংশ। এই রাজ্যের ইলেক্টোরাল ভোট ১০টি।
অ্যারিজোনা অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ভোট গণনা হয়েছে ৫১ শতাংশ। এরমধ্যে ট্রাম্প ৫০ দশমিক ১ শতাংশ আর হ্যারিস ৪৯ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন বলে এপি’র পূর্বাভাসে বলা হয়েছে।
নেভাদাতে ইলেক্টোরাল ভোট আছে ৬টি। এপি জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৭৮ শতাংশ ভোট গণনা হয়েছে। তার মধ্যে ট্রাম্প ৫১ দশমিক ৩ শতাংশ ও হ্যারিস ৪৭ শতাংশ ভোট পেয়েছে