শিরোনাম

সাবেক সংসদ সদস্য হাসানাত আব্দুল্লাহসহ ৩৯ নেতাকর্মীর নামে মামলা

Views: 23

বরিশাল অফিস ::  বরিশালের গৌরনদীতে ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিস্ফোরণ ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহসহ দলের ৩৯ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা আক্কেল সরদার বাদী হয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) গৌরনদী মডেল থানায় তাদের নামে এই মামলা করেন।

মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে ১ নম্বর আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত।

এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর, সাধারণ সম্পাদক মোস্তফা সেরনিয়াবাত, সরকারি গৌরনদী কলেজছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সান্টু ভুইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপসহ নামোল্লিখিত ৩৯ জন এবং ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বুধবার (৬ নভেম্বর) বিকেলে কালবেলাকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *