বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শকে সাইদুল ইসলাম(৪০) নামের মসজিদের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর বাইতুল নুর জামে মসজিদে এই ঘটনা ঘটে। মৃত্যু সাইদুল ইসলাম উপজেলার ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাকুরমল্লিক গ্রামের কাশেম খার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ২ নং ওয়ার্ড পশ্চিম ইসলামপুর বাইতুল নুর জামে মসজিদের ইমামের রুমের টিন ঠিক করতে উঠে সাইদুল। এসময় বিদ্যুতের তারে শক লেগে মসজিদের মুয়াজ্জিন সাইদুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পাশের উপজেলা গৌরনদীর আশোকাঠী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় বাবুগঞ্জ থানার ওসি বলেন, বৈদ্যুতিক শকে নিহতের ঘটনা শুনেছি। জাহাঙ্গীর নগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় কোন ধরনের অভিযোগ করেনি নিহতের পরিবার ও প্রতিবেশীরা।