শিরোনাম

বিশ্বের প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী কিকি হ্যাকাসন আর নেই

Views: 21

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিশ্বের প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী কিকি হ্যাকাসন চলে গেলেন না ফেরার দেশে। সোমবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সুইডিশ মডেল। কিকির বয়স হয়েছিল ৯৫ বছর।

মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিকির পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে তার মৃত্যুর খবর। মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও সিইও জুলিয়া মোরলে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, “কিকির পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও সহানুভূতি রইল। কিকি চিরকাল আমাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।”

১৯২৯ সালের ১৭ জুন সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন কিকি হ্যাকাসন। সেখানে তার শৈশব কেটেছে, এবং পরে তিনি মডেলিংয়ে ক্যারিয়ার গড়েন। ১৯৫১ সালে ‘মিস সুইডেন’ নির্বাচিত হওয়ার পর বিশ্ব মঞ্চে অংশ নিয়ে সেই বছরের ২৯ জুলাই লন্ডনের লিসিয়াম বলরুমে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পরেন মাত্র ২৩ বছর বয়সে।

বিশ্বের প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার গৌরব অর্জন করে কিকি হ্যাকাসন বিশ্বজুড়ে প্রশংসিত হন এবং তার ঐতিহাসিক জয় তাকে এক অমর প্রতীকে পরিণত করেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *