শিরোনাম

প্রতারণার মামলায় মুখ খুললেন অপু বিশ্বাস

Views: 13

চন্দ্রদ্বীপ ডেস্ক :: চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন প্রযোজক সিমি ইসলাম। গত ২৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন তিনি, যার নম্বর ১১৩৬/২০২৪। অপু বিশ্বাস ছাড়াও মামলার আসামি করা হয়েছে ইউটিউবার হিরো আলম এবং অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের অ্যাডমিন জাহিদুল ইসলামকে।

সিমি ইসলামের অভিযোগ, তার ইউটিউব চ্যানেল হ্যাক করে নিয়েছেন অপু বিশ্বাস ও তার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম। এ ব্যাপারে আগে সাধারণ ডায়েরি করেছিলেন সিমি, এবং মীমাংসার চেষ্টা করেছিলেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মাধ্যমে। তবে সমাধান না পেয়ে শেষমেশ আদালতের শরণাপন্ন হন তিনি।

মামলার এজহারে বলা হয়েছে, হিরো আলমের মাধ্যমে সিমি ইসলাম অপু বিশ্বাসকে পাঁচ লাখ টাকা দেন। এ বিষয়ে অপু বিশ্বাস বলেছেন, “আমি হিরো আলমকে ভালোভাবে চিনিই না। কোথা থেকে এই টাকা লেনদেনের কথা আসছে, তা জানি না। এসব মনগড়া কথা বলার কোনো ভিত্তি নেই।”

অপু বিশ্বাস আরও জানান যে তার ইউটিউব চ্যানেল অন্য একটি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। তিনি বলেন, “চ্যানেলের মালিকানা আমার হলেও, পরিচালনা অন্য একটি সংস্থা করে। আমি নিজে এসব দেখি না, আমার অ্যাডমিন সব দেখাশোনা করেন।”

মামলার তদন্ত দায়িত্বে নিয়োজিত করা হয়েছে তেজগাঁও থানা পুলিশকে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *