বরিশাল অফিস :: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সেমিনার। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ সেমিনার শুরু হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু। প্রবন্ধ উপস্থাপন শেষে একটি মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সেমিনারের সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।