পটুয়াখালীর দশমিনায় প্রেমের টানে ছুটে এসে বাংলাদেশি তরুণী সুবর্ণা আক্তারকে বিয়ে করেছেন শ্রীলঙ্কার যুবক দিলশান মাদুরাঙ্গা। গত বুধবার (৬ নভেম্বর) তিনি পটুয়াখালীর দশমিনায় পৌঁছান এবং বৃহস্পতিবার (৭ নভেম্বর) সামাজিক ও ধর্মীয় রীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য গছানী গ্রামের নিজাম উদ্দিন সিকদারের মেয়ে সুবর্ণা পাঁচ বছর আগে কাজের সন্ধানে জর্ডানে যান। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করার সময় পরিচয় হয় দিলশান মাদুরাঙ্গার সঙ্গে, যিনি সেই কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করতেন। পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্কটি পাঁচ বছরের দীর্ঘ প্রেমে রূপ নেয়।
সুবর্ণা এক মাস আগে দেশে ফিরে পরিবারের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন। পরিবারের সম্মতিতে দিলশানকে বাংলাদেশে আসতে বলেন। দিলশান পটুয়াখালী আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করে দিলশান ইসলাম নাম নেন। পরের দিন, পটুয়াখালী নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে হয়। একই দিনে সুবর্ণার গ্রামের বাড়িতে ইসলামি শরিয়া অনুযায়ী বিয়ের আয়োজন করা হয়।
এলাকায় বিষয়টি জানাজানি হলে নব দম্পতিকে এক নজর দেখতে স্থানীয়রা সুবর্ণার বাড়িতে ভিড় জমান। সুবর্ণার বাবা নিজাম উদ্দিন সিকদার বলেন, “আমার মেয়ের সুখেই আমার সুখ। আমি ওদের জন্য দোয়া করি।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, “শ্রীলঙ্কার এক নাগরিক প্রেমের টানে দশমিনায় এসেছেন বলে শুনেছি, তবে বিস্তারিত তথ্য জানা নেই।”
অন্যদিকে, ইউএনও ইরতিজা হাসান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে আইনে কোনো বাধা না থাকলে সমস্যা নেই।”