Views: 15
চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের আইআরজিসির কমান্ডার-ইন-চিফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সম্পর্কে বলেছে, দেশটির সাম্প্রতিক নির্বাচনে প্রমাণিত হয়েছে যে গাজার প্রতিরোধ যুদ্ধ এমনকি মার্কিন যুদ্ধকামী সরকারকেও পরিবর্তন করতে পারে। ডেমোক্র্যাটরা সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনকে সমর্থন করেছিল। কিন্তু বাস্তবে আমেরিকার জনগণ তাদের ভোট দেয়নি।
আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে মাশহাদে অনুষ্ঠিত সম্মেলনে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি মার্কিন নির্বাচন সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেছেন।