শিরোনাম

গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত,আহত ২০

Views: 175

বরিশাল অফিস: গুনগুন পরিবহন ও যাতায়াত পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন ।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন । তিনি বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা পাসপোর্টে পরিচয় পাওয়া গেছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী থানায় আনা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ করছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *