শিরোনাম

ফিলিস্তিনি শিশুদের কারাগারে পাঠানোর নতুন আইন পাশ করেছে ইসরাইল

Views: 28

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্প্রতি ফিলিস্তিনি বন্দিদের বিষয়ে নতুন একটি আইন পাশ করেছে ইসরাইলের পার্লামেন্ট (নেসেট)। নতুন এই আইনকে ইহুদিবাদী শাসনের বর্ণবাদী আচরণের আরেকটি জলজ্যান্ত উদাহরণ বলে অভিহিত করেছে হামাস।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি পরিবারের সদস্যদের বিরুদ্ধে শহিদি হওয়ার উদ্দেশে আক্রমণ চালানোর অভিযোগে তাদেরকে নির্বাসনের এই আইন ইসরাইলি শাসনের বর্ণবাদী আচরণকে পুনরায় স্পষ্ট করেছে।

হামাস আরও বলেছে, ‘নেসেটে ১৪ বছরের কম বয়সি শিশুদের বিচার ও কারাগারে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা স্পষ্টভাবেই আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন’।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির মতে, এটি জাতিসংঘের শিশু অধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরাইলি দখলদারদের অপরাধমূলক পদক্ষেপের আরেকটি উদাহরণ।

এছাড়াও এই বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি এই আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে গাজায় দখলদারদের অমানবিক হত্যাযজ্ঞ চালানোর বিরুদ্ধে চাপ প্রয়োগের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠিটি। সূত্র: ইরনা

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *