চন্দ্রদ্বীপ ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ ছড়াল এবার ইউরোপেও! নেদারল্যান্ডসে আক্রান্ত ইজরায়েলের নাগরিকরা। এক ফুটবল ম্যাচ চলাকালীন হিংসার সূত্রপাত হয়। নির্বিচারে ইজরায়েলি সমর্থকদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। কার্যত দাঙ্গার রূপ নেয় গোটা পরিস্থিতি। এই ঘটনায় ক্ষুব্ধ তেল আভিভ। আক্রান্তদের দ্রুত উদ্ধারের জন্য বিমান পাঠিয়েছে ইজরায়েল।
জানা গিয়েছে, নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামের জন ক্রাফ স্টেডিয়ামে ইউরোপা লিগের ম্যাচ চলছিল। মাঠে ইজরায়েল ও আরব দুদেশেরই ক্লাবের সমর্থকরা ছিলেন। কিন্তু খেলা শুরু হওয়ার আগে থেকেই একে ওপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। ম্যাচ চলাকালীন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ইজরায়েলি সমর্থকরা মাঠ ছেড়ে বেরতেই তাঁদের উপর হামলা শুরু করেন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। যা রাতভর চলে। গোটা এলাকা কার্যত দাঙ্গার রূপ নেয়। আহত হন বেশ কয়েকজন। এর পরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। সব মিলিয়ে গ্রেপ্তার করা হয় অন্তত ৬০ জনকে।
নেদারল্যান্ডসে! আক্রান্ত ইজরায়েলি ফুটবল সমর্থকরা, বিমান পাঠাচ্ছেন নেতানিয়াহু
Views: 15