শিরোনাম

কুয়াকাটা বাজারে শীতের সবজির দাম কমায় ক্রেতাদের স্বস্তি

Views: 12

পটুয়াখালীর কুয়াকাটা বাজারে শীতের সবজি উঠতে শুরু করায় সবজির দাম কমতে শুরু করেছে। লালশাক, করলা, পেঁপেসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সবজির দাম গত সপ্তাহের তুলনায় অনেকটাই কমে গেছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে কুয়াকাটার বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির মধ্যে ঢেড়শ, পটোল, ঝিঙে ও চিচিঙ্গার দাম ৪০-৫০ টাকা কেজি হয়েছে, যা গত সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা। এছাড়া বেগুন, করলা ও কাঁকরোল ৭০-৮০ টাকায় এবং পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে সপ্তাহ খানেক আগেও এসব সবজির দাম ছিল ১০০ টাকার ওপরে।

বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ৯০ টাকা, লাউ ৬০-৭০ টাকা, টমেটো ১৮০ টাকা, এবং কাঁচা মরিচ ১২০-১৪০ টাকা কেজি। দুই সপ্তাহ আগেও কাঁচা মরিচের দাম ছিল ২৫০ টাকার ওপরে। সবজির দাম কমায় বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে।

সবজি বিক্রেতা মো. এছিন বলেন, “শীতের আগাম সবজি উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে। এ কারণেই সবজির দাম কমতে শুরু করেছে। উৎপাদন ভালো হওয়ায় আমরা কম দামেই এসব সবজি বিক্রি করতে পারছি।”

বাজারে সবজির দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সবজি কিনতে আসা শিক্ষক সাঈদ বলেন, “সবজির দাম কিছুটা কমেছে, তবে আরও কমা উচিত। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানাচ্ছি যাতে দাম আরও কমানো যায়।”

এদিকে, মাংসের বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি, ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা, সোনালি মুরগি ৩০০-৩২০ টাকা, এবং কক সাদা ২৯০ ও কক লাল ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় ১০-২০ টাকা কম।

বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। তিনি বলেন, “বাজার নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। কেউ যাতে অতিরিক্ত মূল্য নিতে না পারে, সে বিষয়ে আমাদের নজর রয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

এই সংস্করণটি সম্পূর্ণ কপিরাইট মুক্ত। আশা করি, এটি আপনার প্রয়োজন অনুযায়ী মানসম্মত হয়েছে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *