চন্দ্রদীপ নিউজ ডেস্ক : যৌন নিপীড়নের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু করছে জাপান সরকার। দেশটির এক মন্ত্রী গত মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। সম্প্রতি পুরুষদের ব্যান্ড দলের বৃহত্তম এজেন্সির যৌন কেলেঙ্কারির ঘটনা স্বীকার করে নেওয়ার পর এমন উদ্যোগ নিল সরকার।
মন্ত্রিপরিষদের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দেশটিতে যৌন নিপীড়নের শিকার পুরুষদের জন্য এ হটলাইন চালু হওয়ার কথা। আগামী তিন মাস এটি চালু থাকবে। নিপীড়নের শিকার কিশোর ও পুরুষেরা ফোন করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন।
জাপানের শিশুনীতি প্রণয়নের দায়িত্বে থাকা মন্ত্রী আয়ুকো কাতো বলেন, ‘আমরা আশা করছি, নিপীড়নের শিকার পুরুষেরা এতে নিরাপদ বোধ করবেন এবং তাঁরা কোনো দ্বিধা ছাড়াই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন।’
জাপানের বিখ্যাত বয়ব্যান্ড এজেন্সি জনি অ্যান্ড অ্যাসোসিয়েটস। চলতি মাসে প্রথমবারের মতো তারা স্বীকার করেছে, জনি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা জনি কিতাগাওয়া কয়েক দশক ধরে তরুণ কর্মীদের যৌন নিপীড়ন করেন। এরপর দেশটির সরকার এমন পদক্ষেপ নিল।
২০১৯ সালে ৮৭ বছর বয়সে কিতাগাওয়ার মৃত্যু হয়। তাঁর মাধ্যমেই এসএমএপি, টোকিও ও আরাশির মতো জনপ্রিয় মেগাগ্রুপ জে-পপ ব্যান্ডগুলো তৈরি হয়েছে। পুরো এশিয়াজুড়েই এসব ব্যান্ড দলের ভক্ত আছে।