শিরোনাম

বিমানে নারীর ওপর পড়ল গরম চা

Views: 15

চন্দ্রদ্বীপ নিউজ::নিউইয়র্কের এক নারী ইজিপ্টএয়ারের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, যাত্রাপথে গরম পানীয় তার গায়ে ছিটকে পড়ে। এতে ওই নারী দগ্ধ হন।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, ৩৫ বছর বয়সী এসরা হাজাইন এ বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে কায়রো যাওয়ার পথে ঘটনাটি ঘটে। অভিযোগে বলা হয়, গরম চা ‘ঢাকনাবিহীন কাপ’-এ পরিবেশন করা হয়েছিল এবং ‘ত্রুটিপূর্ণ’ ভাবে পরিবেশন করার সময় ট্রে থেকে পড়ে গিয়ে তাকে দগ্ধ করে।

বিমানে চা পরিবেশনের সময় প্রবল ঝাঁকুনি অনুভূত হয়, যা দুর্ঘটনার কারণ বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ক্রুরা পূর্ববর্তী সতর্কতা বা পরিষেবা স্থগিত না করায় দুর্ঘটনাটি ঘটে।
হাজাইনের আইনজীবী আব্রাম বোহার জানিয়েছেন, তার মক্কেল পেটের নিম্নাংশ, ডান দিকের উরু এবং পশ্চাৎদেশে গুরুতর দগ্ধ হয়েছেন। তিনি বলেন, ‘একটি ঢাকনার অভাবে এমনটি হওয়া উচিত ছিল না।’ এ ঘটনার বিষয়ে ইজিপ্টএয়ারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনাটি ২০১৯ সালে ফ্লোরিডায় ঘটে যাওয়া আরেকটি মামলার সঙ্গে তুলনীয় যেখানে একটি ম্যাকডোনাল্ড চিকেন নাগেট শিশুর উরুতে পড়ে দ্বিতীয় স্তরের দগ্ধ সৃষ্টি করেছিল। দীর্ঘ চার বছর পর ওই মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৮ লাখ ডলার প্রদান করা হয়। মেয়ের বিচার পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন শিশুটির মা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *