শিরোনাম

দুমকি দলিল লেখক সমিতির সভাপতি জসীম, সম্পাদক খোকন নির্বাচিত

Views: 40

পটুয়াখালীর দুমকি উপজেলায় দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মোঃ জসীম উদ্দিন সভাপতি এবং আবু সালেহ খোকন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ নুরুজ্জামান নির্বাচিত হন।

রোববার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুমকি সাব-রেজিস্ট্রি অফিসে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২৭ জন ভোটারের মধ্যে ২৬ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির উপদেষ্টা কমিটি ও নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় মোঃ জসীম উদ্দিন (ছাতা প্রতীক) ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আবু সালেহ খোকন (হেলিকপ্টার প্রতীক) ১৭ ভোট এবং অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ নুরুজ্জামান (কলম প্রতীক) ১৮ ভোট পেয়ে জয়লাভ করেন।

নির্বাচন পরবর্তী এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ জসীম উদ্দিন বলেন, “সমিতির সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি সবার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করে সমিতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।”

অন্যদিকে, সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন জানান, “নির্বাচনের মাধ্যমে দলিল লেখকদের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা সবাই মিলে কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করবো।”

নির্বাচনের দিন সকালে সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সাব-রেজিস্ট্রি অফিসে ভিড় জমায়। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সদস্যরা জানান, ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে নবনির্বাচিত কমিটি প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয়রা আশা করছেন, নবনির্বাচিত এই কমিটি দলিল লেখকদের স্বার্থ রক্ষা এবং তাদের কল্যাণে যথাযথ ভূমিকা রাখবে। উল্লেখ্য, দুমকি দলিল লেখক সমিতি দীর্ঘদিন ধরে স্থানীয় দলিল লেখকদের জন্য বিভিন্ন সেবা প্রদান করে আসছে এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *