শিরোনাম

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসব উদযাপন

Views: 12

“এখানে ছিল- এখানে আছে, আমাদের ঋণ তোমারই কাছে” স্লোগানকে ধারণ করে সাগরপারের জনপদ কলাপাড়ার ঐতিহ্যবাহী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে শহরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সকল প্রাক্তন শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এই র‍্যালির মাধ্যমে।

রবিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, সদস্য সচিব রেজাউল করিম বাবলা, প্রধান শিক্ষক আব্দুর রহিম। র‍্যালিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও শত শত অধ্যয়নরত শিক্ষার্থী অংশ নেন।

এদিকে, আগামী ২৮ ডিসেম্বর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্যে এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং নিবন্ধনের শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে কলাপাড়ায় ব্যাপক প্রস্তুতি চলছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *