পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জমি দখলের অভিযোগের ভিত্তিতে নিজেকে সম্পূর্ণরূপে নির্দোষ দাবি করেছেন। সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. ফারুক হোসেন তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।
ফারুক হোসেন লিখিত বক্তব্যে বলেন, কুয়াকাটার বাসিন্দা মো. ওসমান গনি শেখ, শেখ মোহাম্মদ সোবাহান, এবং শেখ মোহাম্মদ দোজাহান রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, এভাবে মিথ্যা দাবি তুলে রুহুল আমিন হাওলাদারের ব্যবসার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
ফারুক হোসেন আরও জানান, ওসমান গনি শেখ তার কুয়াকাটার জমি বিক্রির ইচ্ছা প্রকাশ করেন এবং রুহুল আমিন হাওলাদার তা কেনার জন্য বায়না দেন। তবে ছয় মাস পেরিয়ে গেলেও ওসমান গনি জমি রেজিস্ট্রি করতে নানা অজুহাত দিয়ে বিলম্ব করছেন।
তিনি আরও বলেন, “ওসমান গনির আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কুয়াকাটা ইতিমধ্যে একটি পরিচিত পর্যটন নগরী হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু এ ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে ভয় পাবেন।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম