শিরোনাম

নাচের মঞ্চে ইতিহাস গড়লেন স্টিভ জায়রা, জয় করলেন ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ সিজন ৪

Views: 15

ছোটবেলায় হাঁটার ক্ষমতা না থাকা স্টিভ জায়রা এবার টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’-এর চতুর্থ সিজনের চ্যাম্পিয়ন হয়েছেন। রোববার (১০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ফিনালে স্টিভ জয় ছিনিয়ে নেন বিচারকদের মন ও দর্শকদের ভালোবাসা।

পুরস্কার হিসেবে স্টিভ জায়রা পেয়েছেন ১৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ ৩৬ হাজার টাকা)। পাশাপাশি, তিনি একটি ট্রফি ও একটি বিলাসবহুল গাড়িও উপহার হিসেবে গ্রহণ করেছেন।

বিজয়ী হওয়ার পর হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ বলেন, “যখন আমি আমার যাত্রা এবং ট্রফি বিজয়ের মুহূর্তগুলো মনে করি, সত্যিই গা শিউরে ওঠে। কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ আমাকে এই সাফল্যের পথে নিয়ে এসেছে। কঠোর পরিশ্রম কখনোই বৃথা যায় না। সত্যিই, ধৈর্যের ফল মিষ্টি।”

স্টিভ আরও জানান, “ছোটবেলায় আমি ঠিকমতো হাঁটতে পারতাম না। আমার মা এবং নানি আমাকে হাঁটতে শিখিয়েছেন। সেই ছেলেটি আজ নিজের ফুটওয়ার্ক দিয়ে পরিচিত হয়েছে, এটা এক অবিশ্বাস্য যাত্রা। আমার মা ও নানির অনুপ্রেরণা ছাড়া আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না।”

এই আসরে স্টিভ ছাড়াও ফাইনালে প্রতিযোগিতা করেছেন হর্ষ কেশরী, নেক্সশন, নেপো, আকাঙ্ক্ষা মিশ্রা (আকিনা) এবং আদিত্য মালব্য। বিচারকের আসনে ছিলেন বলিউড তারকা কারিশমা কাপুর, গীতা কাপুর ও টেরেন্স লুইস। শোটি সঞ্চালনা করেন জয় ভাঁনসালি ও অঙ্কিতা চৌহান।

স্টিভের এই জয়ের মাধ্যমে প্রমাণিত হলো যে, শারীরিক চ্যালেঞ্জ থাকলেও ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।

সুত্র : হিন্দুস্তান টাইমস
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *