শিরোনাম

বরিশালে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্ক

Views: 48

 

বরিশাল অফিস: সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্যে প্রতিনিয়ত কুকুর আতঙ্ক বিরাজ করছে। হাসপাতালের অভ্যন্তরে বেওয়ারিশ কুকুরগুলো একত্রে অবাধে ঘুরে বেড়াচ্ছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের অভ্যন্তরে বেওয়ারিশ কুকুরগুলো বিচরন করতে দেখে আতঙ্কিত হলেও এসব কুকুরগুলো হাসপাতালের কেউ তাড়াতে এগিয়ে আসছেন না।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, ৫০ শষ্যা বিশিষ্ট এ হাসপাতালের নিচতলার জরুরি বিভাগ ও হাসপাতালের অভ্যন্তরে অবাধে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে। হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনসহ বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালের কর্মচারীদের চরম দায়িত্ব অবহেলার কারণেই হাসপাতালের অভ্যন্তরে বেওয়ারিশ কুকুরগুলো অবাধে ঘুরে বেড়াচ্ছে। তারা আরও বলেন, ভর্তি রোগীদের জন্য হাসপাতালের বাহির থেকে খাবার নিয়ে আসার সময় এসব বেওয়ারিশ কুকুরগুলো তাড়া করছে। ফলে যখন তখন এসব বেওয়ারিশ কুকুর কামড় দিতে পারে এমন আশঙ্কা বিরাজ রয়েছে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে বেওয়ারিশ কুকুরগুলো হাসপাতালের অভ্যন্তরে আশ্রয় নিতে পারে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *