শিরোনাম

উপদেষ্টা নিযুক্ত হওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন মোস্তফা সরয়ার ফারুকী

Views: 22

দেশের বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে নানা সমালোচনা শুরু হয়েছে। এই সমালোচনার পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করা।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুকী এই সমালোচনার মুখে তার অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, “কোনো ধরণের উসকানিমূলক প্রশ্নের উত্তর আমি দেবো না। তবে যেকোনো প্রশ্ন করলে জবাব দিতে প্রস্তুত আছি, কিন্তু উসকানিমূলক প্রশ্ন করবেন না।”

এক পর্যায়ে তিশার সিনেমায় অভিনয় ও তা নিয়ে সমালোচনার বিষয়ে তিনি আরও বলেন, “আমার স্ত্রী একজন স্বাধীন অভিনেত্রী। তার কাজের জন্য আমাকে দায়ী করা ঠিক নয়।”

শিল্পকলায় নাটক বন্ধ প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরে ফারুকী বলেন, “সরকার কখনোই শিল্পের জন্য বাধা সৃষ্টি করেনি, আর করবে না। তবে শিল্পীদেরও দায়িত্বশীল হতে হবে। আমরা সবাই জানি, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নানা বিতর্ক আছে। জুলাই মাসের ঘটনা ভুলে যাওয়া উচিত নয়। যদি জনগণ বিজয়ী না হতো, আজ আমরা হয়তো অনেকেই জেলে থাকতাম। যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবে। তবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরও ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “দেশের সংস্কৃতি ও শিল্পের বিকাশে কোনো বাধা আসুক, তা আমি চাই না। কিন্তু শিল্পীদেরও এমন কোনো আচরণ করা উচিত নয়, যা সমাজে অস্থিরতা তৈরি করতে পারে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *