প্রায় তিন দশক আগে প্রখ্যাত নির্মাতা সুভাষ দত্ত ঘোষণা দিয়েছিলেন ‘বেগম রোকেয়া’ নামে একটি সিনেমা নির্মাণের। রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন নিয়ে নির্মিত এই সিনেমার নাম ভূমিকায় অভিনয়ের কথা ছিল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানার। সেই সময় সিনেমার মহরত ও এক দিনের শুটিংও হয়েছিল, কিন্তু নানা কারণে সিনেমাটি আলোর মুখ দেখেনি। এখন সেই সিনেমাটিই নতুন করে নির্মাণের উদ্যোগ নিচ্ছেন শাবানার স্বামী, প্রযোজক ওয়াহিদ সাদিক।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওয়াহিদ সাদিক জানান, তিনি আবারও ‘বেগম রোকেয়া’ সিনেমা তৈরির পরিকল্পনা করছেন। এর জন্য চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে আলোচনা করেছেন তিনি। তবে, শাবানার বয়স এবং বর্তমান অবস্থার কারণে তিনি এই চরিত্রে আর অভিনয় করতে পারবেন না। ওয়াহিদ সাদিক বলেন, “শাবানা আর বেগম রোকেয়া চরিত্রে অভিনয়ের উপযোগী নেই। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে ভাবছি। চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
ওয়াহিদ সাদিক আরও বলেন, “ছাত্র–জনতার অভ্যুত্থানের পর রংপুর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে বর্তমান সময়ে অনেক আলোচনা হচ্ছে। এই বাস্তবতায় বেগম রোকেয়ার মতো সংগ্রামী চরিত্রকে নিয়ে সিনেমা নির্মাণ প্রাসঙ্গিক বলে মনে করছি।”
সুভাষ দত্তের বড় ছেলের স্ত্রী শ্রাবণী দত্ত জয়া এই খবর শুনে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার শ্বশুরের স্বপ্ন ছিল বেগম রোকেয়ার ওপর সিনেমা নির্মাণ করা। মৃত্যুর আগেও তিনি এই সিনেমার কথা বারবার বলতেন। এটি তার শেষ সিনেমা হতে পারত। ওয়াহিদ সাদিকের উদ্যোগকে স্বাগত জানাই।”
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসরত শাবানা বলেন, “বেগম রোকেয়া চরিত্রটি না করতে পারার আক্ষেপ রয়েই গেছে। আমি মনে করি, এখন সেই পরিচালকও নেই, আমার বয়সও আর সেই পর্যায়ে নেই। তবে ওয়াহিদ এই উদ্যোগ নিয়েছে, এটি আনন্দের বিষয়।”
‘বেগম রোকেয়া’ সিনেমার পুনরুজ্জীবন নিয়ে চলচ্চিত্রপ্রেমীরা আশাবাদী। পুরনো এই স্বপ্ন নতুন করে বাস্তবায়িত হলে তা হবে বাংলা চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।