শিরোনাম

ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

Views: 24

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে। সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলার আসামি হিসেবে শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পাঁচবার বরগুনা-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। পেশায় আইনজীবী হলেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত ২৫ আগস্ট দুদক শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ক্যান্টনমেন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হতাহতের ঘটনায় দায়ের করা মামলা সমূহের তদন্তে তার নাম উঠে আসে। গ্রেপ্তারের পর শম্ভুকে আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *