তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এবং সরকারকে নিয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে একটি বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, পাশের দেশগুলোর মিডিয়াতে সরকারকে নিয়ে নানান গুজব এবং অপপ্রচার চালানো হচ্ছে, যা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং সাফল্যকে আড়াল করার উদ্দেশ্যে করা হচ্ছে। তিনি বলেন, এই অপপ্রচারের মোকাবেলা করার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।
এছাড়া, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য আইনগুলো পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, টেলিভিশন মালিকদের বকেয়া বেতন ভাতা যথাসময়ে পরিশোধ করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের বিষয়েও পুনর্মূল্যায়ন করা হবে।
**মো: তুহিন হোসেন**
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম