শিরোনাম

রিমান্ডের আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৪ পুলিশ সদস্য আহত

Views: 18

বরগুনায় ৭ জন রিমান্ডের আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। সোমবার (১২ নভেম্বর) দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ হামলা ঘটে, যার ফলে পুলিশের এসআইসহ ৪ সদস্য আহত হয়েছেন। হামলার সময় আহত হয়েছেন হাসপাতালের কর্মরত ৫ জন স্টাফও। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে।

বরগুনা সদর উপজেলার তালতলী থানার পুলিশ আসামিদের চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় আসামিরা ও তাদের স্বজনরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে রিমান্ডে থাকা আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় পুলিশ সদস্যদের মধ্যে এসআই শহিদুল ইসলাম, কনস্টেবল রিয়াজুল ইসলাম, অন্তর ও ফোরকান আহত হন।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ঘটবাড়ীয়া এলাকার আশ্রাফুর রহমান অন্তু (২০), তালতলী উপজেলার মালিপাড়া এলাকার মো. ছগির মিস্ত্রি (৫০) ও তার স্ত্রী হামিদা বেগম।

ঘটনার সূত্রপাত ঘটে গত অক্টোবর মাসের ১৫ তারিখে, যখন বরগুনার তালতলী থানায় আইনশৃঙ্খলা বিঘ্ন করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার মধ্যে উল্লেখ রয়েছে, তালতলী বন্দরের জিয়া মঞ্চ ও বিএনপি অফিস ভাঙচুরসহ চাঁদা দাবি করে নয় বলে এক ব্যবসায়ীর অফিসে হামলা চালানো হয়। এছাড়া, দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন মহলকে হুমকি ও হামলা করার অভিযোগও আনা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হলে, তারা শারীরিক পরীক্ষা করার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে আনা হয়েছিল। এসময় তাদের স্বজনরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে পুলিশি হস্তক্ষেপে কোনো আসামি ছিনতাই করতে সক্ষম হয়নি হামলাকারীরা।

আসামিরা হলেন, মো. মিজানুর রহমান (৩০), মো. রাকিব (২৫), মো. জাহিদ (২৫), মো. খলিল (৩০), মো. ইমরান হোসেন (২২), মো. আরিফুর রহমান (২০) ও মো. ইউসুফ (২৬)।

বরগুনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করা হয় এবং হামলায় জড়িত তিনজনকে আটক করা হয়। তবে অন্যান্য অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানিয়েছেন, “হাসপাতালে চিকিৎসাধীন আসামিদের স্বজনরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যান্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *