শিরোনাম

 বরিশালের বাবুগঞ্জে বিনা ধান-১৭’র মাঠ দিবস উদযাপন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মঙ্গলবার অনুষ্ঠিত হলো বিনা ধান-১৭’র মাঠ দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কৃষি বিশেষজ্ঞ ও স্থানীয় কৃষকরা।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উদ্যোগে ভবানীপুর এলাকায় আয়োজিত এই মাঠ দিবসের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান এবং বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ।

মাঠ দিবসের কার্যক্রমে সভাপতিত্ব করেন বিনা বরিশালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী এনায়েত হোসেন।

এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদ আল নূর, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, প্রদর্শনী চাষি মো. কবির হোসেন এবং কৃষক আমিনুল ইসলাম।

এদিন, প্রায় অর্ধশতাধিক কৃষক মাঠ দিবসে অংশগ্রহণ করেন এবং বিনা ধান-১৭ এর চাষাবাদ সম্পর্কে ধারণা লাভ করেন। অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আরও সচেতন করা হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *