ভোলায় বাসাবাড়িতে গ্যাস সংযোগ, ইন্ট্রাকো কোম্পানির সাথে অবৈধ চুক্তি বাতিল এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখা এই কর্মসূচি আয়োজন করে। মিছিলটি জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।
এ সময় বক্তারা বলেন, “ভোলায় গ্যাস পাওয়া প্রায় ৩৪ বছর হলেও এখনো বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া হয়নি। অথচ, সরকারের অনুমোদন ছাড়া ইন্ট্রাকো নামে একটি কোম্পানির সঙ্গে অবৈধ চুক্তির মাধ্যমে ভোলার গ্যাস দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ভোলার বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেয়া হচ্ছে না, এটা ভোলাবাসীর দীর্ঘদিনের দাবী।”
বক্তারা আরও বলেন, “বর্তমানে যেসব রাইজার স্থাপন করা হয়েছে তা প্রায় ১০ বছর পুরনো, এবং সুন্দরবন গ্যাস কোম্পানি সেগুলো প্রতিস্থাপন করছে না। অন্যদিকে, ইন্ট্রাকো কোম্পানি সিলিন্ডার করে গ্যাস নিয়ে ঢাকায় পাচ্ছে, যেখানে ১৬ টাকায় গ্যাস কিনে ৪৮ টাকায় বিক্রি করছে। পুনরায় সেই গ্যাস ভোলার মানুষের কাছ থেকে বেশি দামে কেনা হচ্ছে।
এছাড়াও তারা ইন্ট্রাকোর সাথে সকল চুক্তি বাতিলের দাবি জানিয়ে বলেন, “ভোলাবাসী জানতে চায়, কিভাবে ইন্ট্রাকো ভোলা থেকে গ্যাস নেয়। আমরা হুশিয়ারি দিচ্ছি, ইন্ট্রাকোর কোনো গাড়ি ভোলাতে আসতে পারবে না এবং ভোলা থেকে গ্যাস নিতে পারবে না।
তারা আরও বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর দীর্ঘদিনের দাবী। এই সরকার যেনো ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করে।
গতকাল, সকাল ১১টার দিকে কালিনাথ রায়ের বাজারের হাটখোলা মসজিদের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম