শিরোনাম

অ্যামাজনে জালিয়াতি: ক্যামেরা, আইফোনসহ লাখ লাখ টাকার পণ্য লুট!

Views: 10

ভারতীয় ই-কমার্স সাইট অ্যামাজনে দুই যুবক লক্ষাধিক টাকার ক্যামেরা, আইফোনসহ বিভিন্ন দামি পণ্য চুরি করেছে। অ্যামাজনের পক্ষ থেকে সম্প্রতি এই জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুই যুবক ডেলিভারি পার্টনারদের টাকা না দিয়েই বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য লুট করেছে। ভারতীয় উরওয়া থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতারণার কৌশল:

অপরাধীরা রাজ কুমার মীনা (বয়স ২৩) এবং সুভাষ গুর্জার (বয়স ২৭)। তারা দুটি ভুয়া পরিচয় ব্যবহার করে অ্যামাজন থেকে ১১ লাখ ৪৫ হাজার টাকার পণ্য অর্ডার করেছিল। এর মধ্যে দুটি সোনি ক্যামেরা এবং অন্যান্য আইটেম অন্তর্ভুক্ত ছিল। “অমিত” নামে একটি জাল পরিচয় ব্যবহার করে তারা পণ্য অর্ডার করেছিল। তারা ব্যাঙ্গালুরু কেএসআরটিসি বাস স্ট্যান্ডের কাছে একটি ভুয়া ঠিকানা ও যোগাযোগ নম্বর দেয়।

অর্ডার করা পণ্যগুলো ডেলিভারির সময় এক ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টি করেছিল এবং অপর ব্যক্তি বাক্সের লেবেলগুলো পাল্টে ফেলেছিল। এছাড়া, রাজ কুমার ভুল OTP প্রদান করে ডেলিভারিতে দেরি করায়, ডেলিভারি এক্সিকিউটিভকে জানানো হয় যে পরের দিন পণ্যটি নেওয়া হবে। এর ফলে, এক্সিকিউটিভ অজান্তে আসল পণ্যের বদলে ভুল পণ্য নিয়ে চলে যান। পরবর্তী সময়ে, তারা পণ্যগুলো রেখে অর্ডার বাতিল করে দেয়।

কিভাবে ধরা পড়ল:

অ্যামাজনের ডেলিভারি পার্টনার মাহিন্দ্রা লজিস্টিকস সন্দেহজনক স্টিকার দেখে অ্যামাজনকে খবর দেয়। তদন্তের পর পুলিশ জানতে পারে যে অভিযুক্তরা সোনি ক্যামেরাগুলো নকল পণ্যের সাথে বদল করেছে। উরওয়া পুলিশ তাদের প্যাটার্ন শনাক্ত করে এবং শহর ছাড়ার আগে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *