শিরোনাম

বরিশালে ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ী গ্রেপ্তার

Views: 12

বরিশালের পলাশপুর এলাকায় বিশেষ অভিযানে র‍্যাব-৮ এর সদস্যরা ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। এ সময় একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) গভীর রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ আক্কাস হাওলাদার (৪২), মৃত আঃ হামেদ হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কাস ও তার পরিবারের সদস্যরা পলাশপুর থেকে বরিশালের পোর্ট রোড, বাজার রোড, চকবাজার, সিটি মার্কেটসহ বিভাগের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ পলিথিন সরবরাহ করতেন। দীর্ঘদিন ধরেই তারা এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।

র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ অনুযায়ী সারাদেশে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। অভিযানে মোট ৩৫ বস্তায় আনুমানিক ২৫০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়।

মেজর সোহেল রানা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও বরিশালসহ আশপাশের জেলাগুলোতে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও সরবরাহ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কিছুদিন আগেও আক্কাস বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের চালানসহ গ্রেপ্তার হন। তবে স্বল্প সময়ের সাজা ভোগ করে মুক্তি পাওয়ার পর আবারও এই অবৈধ ব্যবসায় যুক্ত হন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *