Views: 19মো: আল-আমিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত নাহিদুল ইসলাম হত্যার ঘটনায় আলী আজম মুকুলের নাম উঠে আসে। এর প্রেক্ষিতে র্যাব-২ এর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম