২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও আয়কর পরিশোধে সহজ প্রক্রিয়া নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এক নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) ব্যবহারে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ওয়ালেটে আয়কর পরিশোধে সর্বোচ্চ নামমাত্র চার্জ নির্ধারণ করা হয়েছে।
এই চার্জের মধ্যে, বাংলাদেশে ইস্যুকৃত কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫,০০০ টাকার পর্যন্ত লেনদেনে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাটসহ) এবং ২৫,০০০ টাকার ঊর্ধ্বে লেনদেনে সর্বোচ্চ ৫০ টাকা (ভ্যাটসহ) আদায় করা যাবে। এমএফএস বা পিএসপি ওয়ালেট ব্যবহার করলে লেনদেন প্রতি এক শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা (ভ্যাটসহ) আদায় করা যাবে। এই লেনদেনের বিপরীতে কোনো চার্জব্যাক প্রযোজ্য হবে না।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪-২৫ করবর্ষে ই-রিটার্ন সিস্টেম চালু করে করদাতাদের জন্য আয়কর পরিশোধ প্রক্রিয়া আরও সহজ করেছে। এই সিস্টেমের মাধ্যমে এখন করদাতারা নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন। এনবিআর করদাতাদের যেকোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য কল সেন্টার এবং ইমেইল সেবা চালু করেছে। কল সেন্টারের নম্বর ০৯৬৪৩৭১৭১৭১, যেখানে করদাতারা তাৎক্ষণিক টেলিফোনিক সহায়তা পেতে পারেন। এছাড়া, www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যা ইমেইলের মাধ্যমে জানাতে পারবেন।
এ-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ইতোমধ্যে ২.৫ লাখ ছাড়িয়েছে, যা কর পরিশোধের সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।