শিরোনাম

পটুয়াখালীতে এইচপিভি ভ্যাকসিনেশন ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত

Views: 12

পটুয়াখালীতে এইচপিভি ভ্যাকসিন কার্যক্রমের ফিডব্যাক নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফের সহায়তায়, জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে এবং পটুয়াখালী ইয়ুথ ফোরামের আয়োজনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালার সঞ্চালনা করেন পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম। কর্মশালায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার অনিমেষ চন্দ্র হালাদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভুপেন চন্দ্র মন্ডল, ডাব্লুএইচও প্রতিনিধি ডা. আবদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক খোকন হাওলাদার, আবদুস সালাম আরিফ, ইসরাত লিটন, মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং স্থানীয় দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া।

কর্মশালায় বক্তারা এইচপিভি ভ্যাকসিনের গুরুত্ব এবং এর মাধ্যমে কীভাবে গর্ভাশয় ক্যান্সার প্রতিরোধ করা যায়, সে বিষয়গুলো তুলে ধরেন। তারা এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য গণমাধ্যমের ভূমিকা জোরদার করার আহ্বান জানান। এছাড়াও, এইচপিভি ভ্যাকসিনেশন নিয়ে সাধারণ মানুষের মাঝে আরও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *