শিরোনাম

গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন, ইউনিক আইডি কার্ড দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রণালয়

Views: 9

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার ইউনিক আইডি কার্ড প্রদানসহ একাধিক সুবিধা নিশ্চিত করবে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টা ড. সায়েদুর রহমান বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে এক বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে জুন-অগাস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সঙ্গে আলোচনা করেন ৬ উপদেষ্টা। বৈঠকের পর ড. সায়েদুর রহমান জানান, সরকার দ্রুত সময়ের মধ্যে আহতদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে এবং তাদের একটি ইউনিক আইডি কার্ড প্রদান করবে।

ড. সায়েদুর রহমান জানান, ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আহতদের আইডি কার্ড তৈরি হলে তারা সরকারি হাসপাতালগুলো থেকে সারাজীবন বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। এছাড়া, যেসব বেসরকারি হাসপাতালে সরকার চুক্তি করবে, সেখানেও সরকার খরচ বহন করবে। আহতদের চিকিৎসার জন্য সরকারের সমস্ত সুবিধা নিশ্চিত করা হবে এবং এর জন্য একটি সুষ্ঠু রূপরেখা তৈরির কাজ চলমান।

তিনি আরো বলেন, আহতরা যদি পূর্বে ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য খরচ করে থাকেন, তবে তাদের যথাযথ তথ্য প্রদানের মাধ্যমে সেই খরচ ফেরত দেয়া হবে। যারা চোখ হারিয়েছেন তাদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ সহায়তা দেওয়া হবে, এবং পঙ্গু হয়ে পড়া ব্যক্তিদের সাধ্যমতো চিকিৎসা ও সহায়তা প্রদান করা হবে।

ড. সায়েদুর রহমান জানান, ১৭ নভেম্বরের পর আহতদের জন্য একটি সাপোর্ট সেন্টার চালু করা হবে, যেখানে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। এছাড়া, ঢাকা শহরের সব সরকারি হাসপাতালকে একটি নেটওয়ার্কে আনা হবে, যাতে দ্রুততম সময়ে আহতদের চিকিৎসা প্রদান করা যায়।

উন্নত চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয়, তবে সরকার বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে, এবং এই প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে স্বল্পমেয়াদি ব্যবস্থা নেওয়া হবে, এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, “রাষ্ট্রের অনেক সংকট মোকাবিলা করতে হচ্ছে, তবে শহিদ ও আহতরা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “এই সরকারই শহিদ ও আহত পরিবারগুলোর সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারবে, এবং এটি রাষ্ট্রের দায়িত্ব।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *