শিরোনাম

শম্ভুর এমপিওভুক্তির নামে অর্ধ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষকরা ফেরত চাইছেন

Views: 10

বরগুনার আমতলী উপজেলার বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ ও টিয়াখালী কলেজের এমপিওভুক্তির কথা বলে সাবেক জাতীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও, দুটি কলেজই এখনও এমপিওভুক্ত হয়নি এবং এ ব্যাপারে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে শম্ভুর কাছে টাকা ফেরত চাইতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

জানা গেছে, ২০১০ সালে আমতলী উপজেলার বকুলনেছা মহিলা কলেজে ডিগ্রী শাখা খোলা হয় এবং ২০১৮ সালে ওই শাখাটি এমপিওভুক্ত করার কথা বলে সাবেক সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু কলেজের শিক্ষক কর্মচারীদের কাছ থেকে ২২ লাখ টাকা গ্রহণ করেন। তবে ছয় বছর পেরিয়ে গেলেও ওই শাখাটি এমপিওভুক্ত হয়নি। একইভাবে ২০১৬ সালে টিয়াখালী কলেজের এমপিওভুক্তির জন্য শম্ভু ২৫ লাখ টাকা নেন, কিন্তু কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি।

এমপিওভুক্তির আশায় শিক্ষকরা টাকা পরিশোধ করেছিলেন, কিন্তু এখন তাদের দাবি, ওই টাকা ফেরত না পাওয়ার কারণে তারা চরম বিপাকে পড়েছেন। বকুলনেছা মহিলা কলেজের কর্মচারী রশিদ মৃধা জানান, “আমার কাছে শেষ সম্বল ছিল একটি গরু, সেটি বিক্রি করে এক লাখ টাকা শম্ভুকে দিয়েছিলাম। কিন্তু এখন সেই টাকা ফেরত চাইতে গিয়ে শম্ভুর কাছ থেকে অসংখ্য হয়রানির শিকার হয়েছি। আল্লাহ বিচার করবেন।”

এছাড়া বকুলনেছা মহিলা কলেজের প্রভাষক মোসাঃ শাহিনুর তালুকদারও বলেন, “এমপিওভুক্তির কথা বলে সাবেক সাংসদ শম্ভু ২২ লাখ টাকা নিয়েছিল, কিন্তু আজও আমাদের কলেজের ডিগ্রী শাখাটি এমপিওভুক্ত হয়নি। টাকা ফেরত চাইতে গিয়ে শম্ভুর কাছে হয়রানির শিকার হয়েছি।”

টিয়াখালী কলেজের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন জানান, “জীবনে যা আয় করেছি তার বেশিরভাগই খরচ করে কলেজটি প্রতিষ্ঠা করেছি। ২০১৬ সালে শম্ভু ২৫ লাখ টাকা নিয়েছিল, কিন্তু আজও কলেজটি এমপিওভুক্ত হয়নি। টাকা ফেরত চাইতে গেলে তিনি নানা অজুহাত দিচ্ছেন এবং বলছেন কাল ক্ষেপণ করছে।”

এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, “যদি অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে, গত সোমবার রাতে ঢাকার উত্তরা থেকে ডিবি পুলিশ সাবেক সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি ছয় দিনের রিমান্ডে আছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *