শিরোনাম

পিরোজপুরের ভান্ডারিয়ায় লঞ্চ চলাচল বন্ধ, যাত্রী সঙ্কটে বিপাকে ব্যবসায়ীরা

Views: 12

পিরোজপুরের ভান্ডারিয়া-হুলারাট-ঢাকা নৌরুটে যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে ঘাটে আসা অনেক যাত্রী ফিরে যাচ্ছেন। লঞ্চ চলাচল বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) ভান্ডারিয়া লঞ্চঘাটের সুপারভাইজার শাহজাহান এ বিষয়ে জানান, “গত পাঁচ মাস ধরে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্যবসায়ীরা মালামাল নিয়ে ঘাটে এসে ফিরে যাচ্ছেন এবং যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য alternative পদ্ধতি খুঁজছেন।”

স্থানীয়রা জানাচ্ছেন, কিছুদিন আগেও পিরোজপুরের ভান্ডারিয়া থেকে মোট চারটি লঞ্চ ঢাকা-পিরোজপুর নৌরুটে চলাচল করত। এর মধ্যে দুটি লঞ্চ ভান্ডারিয়া, একটি তুষখালী ও একটি নাজিরপুর বৈঠাকাটা থেকে চলত। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে লঞ্চের যাত্রী সংখ্যা কমতে শুরু করে, ফলে বর্তমানে ভান্ডারিয়া-হুলারাট-ঢাকা রুটে দুটি লঞ্চ চললেও, যাত্রী সঙ্কটের কারণে সম্প্রতি তা বন্ধ করে দেয় মালিকপক্ষ।

লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পর থেকে ঘাটের দোকানদাররা ক্রেতা সঙ্কটে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করছেন, লঞ্চ চলাচল না হওয়ায় তাদের ব্যবসা মন্দার পথে। তারা স্থানীয় প্রশাসন এবং লঞ্চ মালিকদের কাছ থেকে কমপক্ষে একটি লঞ্চ চালু রাখার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় বলেন, “সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় নৌপথে যাত্রী সংখ্যা কমে গেছে। তবে জেলার কৃষি ও অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে লঞ্চ ব্যবহৃত হতে পারে। মানুষ এখন দ্রুততার সাথে সড়কপথে যাতায়াত করতে বেশি আগ্রহী।”

এদিকে, স্থানীয়রা আশা করছেন, দ্রুত কোনো সমাধান আসবে এবং অন্তত একটি লঞ্চ চালু রাখা হবে যাতে তারা নৌপথে যাতায়াত অব্যাহত রাখতে পারেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *