শিরোনাম

বিদ্যা সিনহা মিমের মা হওয়ার গুঞ্জন, কী বললেন এই জনপ্রিয় নায়িকা?

Views: 13

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম সম্প্রতি বেশ কিছু সময় ধরে অবসরে রয়েছেন। কাজ নিয়ে সর্বদা ব্যস্ত থাকা এই অভিনেত্রী হঠাৎ করে অবসর নেয়ায় গুঞ্জন উঠেছে—তিনি কি মা হতে চলেছেন? তবে, এই গুঞ্জন ছড়ানোর পর, মিম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এমন কোনো সুখবর এখনই শোনানোর সম্ভাবনা নেই।

মা হওয়ার গুঞ্জনের বিষয়ে মিম বলেন, “যদি এমন কিছু ঘটে, তাহলে কেন তা লুকাবো? আমি কখনও আমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করিনি। সব কিছুই সবার সামনে খোলামেলাভাবে করেছি। তবে, আপাতত সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা নেই। যদি এমন কিছু হয়, তখন অবশ্যই সবাইকে জানানো হবে। আমি এখন শুধুমাত্র আমার কাজ নিয়ে ভাবছি এবং কাজেই ব্যস্ত থাকতে চাই।”

সম্প্রতি (১০ নভেম্বর) মিম তার ৩৩তম জন্মদিন উদযাপন করেছেন। ১৯৯০ সালে রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলায় জমকালোভাবে জন্মদিন পালন করলেও, এখন পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গেই ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করেন। মিম জানালেন, “জন্মদিনে পরিবার, ভক্ত এবং সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছি। এবার ২৫টির মতো কেক কেটেছি।”

২০২২ সালের ৪ জানুয়ারি মিম বিয়ে করেন তার প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারকে। এর আগে, ২০২১ সালের ১০ নভেম্বর, নিজের জন্মদিনে আংটিবদলের কথা জানিয়েছিলেন। সংসার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছেন এই অভিনেত্রী। ফাঁকা সময় পেলেই পরিবারের সঙ্গে ঘুরতে যান তিনি।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় মিমের। এরপর একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *