শিরোনাম

ফেল থেকে জিপিএ-৫ পেল ১ জন বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে প্রায় ৩৪৭৫ জন শিক্ষার্থীর

Views: 15

চন্দ্রদ্বীপ ডেস্ক: সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করা প্রায় ৩ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। তাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। আগের ফলাফলে অনুত্তীর্ণ থাকা পরীক্ষার্থীদের মধ্যে খাতা চ্যালেঞ্জের পর সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়েছেন ১ জন। শুধু তাই নয়, আগের প্রকাশিত ফলাফলে ফেল থাকা পরীক্ষার্থীদের মধ্যে খাতা চ্যালেঞ্জ করে পাস করেছেন ৪১০ জন শিক্ষার্থী।

চলতি বছরের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে এমন অস্বাভাবিক ফল পরিবর্তন লক্ষ্য করা গেছে। খাতা মূল্যায়নের এই চিত্রকে বিপজ্জনক বলছেন শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ এবং মাদ্রাসা বোর্ডের প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। তবে কারিগরি শিক্ষা বোর্ডের ফল (সন্ধ্যা ৬টা) এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশ করেনি।

গত ১৫ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল না পেলে সে খাতা চ্যালেঞ্জ করার জন্য গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এরপর আজ পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলো।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *