শিরোনাম

রাঙ্গাবালীতে সিডরের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

Views: 12

২০০৭ সালের ১৫ নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল বাংলাদেশের উপকূলীয় এলাকায়, যা ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছিল। সিডরের ১৭ বছর পূর্তিতে, পটুয়াখালীর রাঙ্গাবালীতে এই দুঃসহ স্মৃতি স্মরণ করতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। শুক্রবার রাতে রাঙ্গাবালী প্রেস ক্লাবের সামনে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এটি ছাড়াও, এক স্মরণসভা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাব মিলনায়তনে, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সংবাদকর্মী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, রাঙ্গাবালী একটি দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায়, এই অঞ্চলের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে উঁচু, টেকসই বেড়িবাঁধ নির্মাণের গুরুত্ব অপরিসীম। যেখানে এখনও বেড়িবাঁধ নির্মাণ হয়নি, সেখানে দ্রুত বাঁধ নির্মাণ এবং যেখানে আশ্রয়কেন্দ্র নেই, সেখানে আশ্রয়কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা।

এ আয়োজনটি রাঙ্গাবালী প্রেস ক্লাব এবং বসুন্ধরা শুভ সংঘের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *