শিরোনাম

ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে স্থল যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা

Views: 15

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইয়েমেনের আনসারুল্লাহর রাজনৈতিক দফতরের প্রভাবশালী সদস্য হাজাম আল আসাদ বলেছেন, তাদের যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে স্থল যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেছেন, ইয়েমেনিদের সংগ্রাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভৌগোলিক দূরত্বের বাধা অতিক্রম করে লড়াইয়ে শামিল হবে। গাজায় গণহত্যার মধ্য দিয়ে দখলদার শক্তি ক্রমেই ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেন আনসারুল্লাহর এই নেতা।
এর আগে ইরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইবরাহিম মোহাম্মাদ আদ-দেইলামি গাজার প্রতি তাদের সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, গাজায় ইহুদিবাদী ইসরাইলের সামরিক আগ্রাসন এবং তার ভয়ঙ্কর অপরাধে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। মুসলিম উম্মাহর সন্তানদের প্রতি এই অপরাধযজ্ঞের মধ্য দিয়ে দখলদার ইসরাইলের প্রকৃত চেহারা আরো একবার উন্মোচিত হয়েছে। বিভিন্ন দেশ, সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার নীরবতা ও সহযোগিতায় এবং দুর্ভাগ্যবশত কিছু আরব ও মুসলিম দেশের নীরবতা ও মিত্রতার ছায়ায় এসব অপরাধ অব্যাহত রয়েছে। এ অবস্থায় ইয়েমেনি জাতি নিজেদের দায়িত্ববোধ থেকে ফিলিস্তিনের সমর্থনে সংগ্রামে নেমেছে।

সূত্র : পার্সটুডে

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *