চন্দ্রদ্বীপ ডেস্ক: ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে বোমা ফেলা হয়েছে। বোমাগুলি পড়েছে বাগানে। তবে বাড়িতে কেউ ছিলেন না, ফলে কারও ক্ষতি হয়নি। প্রধানমন্ত্রী নিরাপদে রয়েছেন।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার চেষ্টা। তাঁর বাড়িতে বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ। পর পর দু’টি বোমা গিয়ে পড়েছে নেতানিয়াহুর বাড়ির বাগানে। তবে তিনি সেই সময়ে বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের সদস্যেরাও কেউ ছিলেন না। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে দ্বিতীয় বার হামলা হল নেতানিয়াহুর বাড়িতে।
ইজ়রায়েলের পুলিশ বিবৃতিতে জানিয়েছে, শনিবার দু’টি বোমা ছোড়া হয় কেসারিয়া শহরে প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে। বোমা দু’টি বাড়ির বাগানে পড়ে। কিন্তু বাড়িতে সেই সময়ে নেতানিয়াহু বা তাঁর পরিবারের কেউ ছিলেন না। তাই কারও কোনও ক্ষতি হয়নি। এই ঘটনার পর ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সমস্ত দফতরকে সতর্ক করা হয়েছে। তাঁর কথায়, ‘‘ইরান এবং তার সহযোগী দেশগুলি এক দিক থেকে যখন ইজ়রায়েলের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করছে, তখন ঘরের ভিতরেও তিনি একই হুমকির মুখোমুখি হবেন, এটা হতে পারে না।’’ নিরাপত্তারক্ষী এবং বিচারবিভাগীয় সংস্থাগুলিকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।