চন্দ্রদ্বীপ ডেস্ক: টপ অর্ডারের ব্যাটিং যেন কিছুতেই মনমতো হচ্ছে না বাংলাদেশের জন্য। পাকিস্তান-ভারতে অ্যাওয়ে সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্ট, রঙ বদলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ… সবখানেই টপ অর্ডারের ব্যর্থতাটাই বাংলাদেশ ক্রিকেটের বড় চিত্র। উইন্ডিজ সফরে ২ দিনের প্রস্তুতি ম্যাচেও ফলাফল সেই একই।
চারদিনের প্রস্তুতি ম্যাচ নেমে এসেছে দুইদিনে। তাতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা কিছুটা ওয়ানডে মেজাজেই ব্যাট চালিয়েছেন। ইনিংসের ষষ্ঠ ওভারে পেসার শ্যারন লুইসের বলে জয় ক্যাচ দেন স্লিপে। মাত্র ১৯ বল খেলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরেন জয়।
জাকিরের ইনিংস এরচেয়ে একটু লম্বা। ৩৪ বল আর ১৫ রানের ইনিংস শেষ হয়েছে জাইর ম্যাকঅ্যালিস্টারের বলে। মুমিনুল হক আর শাহাদাত দীপুর পার্টনারশিপের মাঝে বৃষ্টি। সেই বৃষ্টির পর ভাঙে তাদের জুটি। এবারে বোল্ড হয়ে ফেরেন ৩০ বলে ২৫ রান করা দীপু। মুমিনুল থিতু হয়েও ব্যর্থ। ৫৮ বলে ৩১ রান করে উইকেটের পেছনে ক্যাচ। স্কোরবোর্ডে ১০১ রান তুলতেই নেই ৪ উইকেট।