শিরোনাম

বাউফলে মাদকবিরোধী মানববন্ধন, আইনি পদক্ষেপের দাবি

Views: 11

পটুয়াখালীর বাউফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বাউফল-বরিশাল মহাসড়কের গোসিংগা গ্রামের আফছেরের গ্যারেজ এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একাধিক মাদক ও হত্যা মামলার আসামি মিন্টু মৃধা এলাকার পরিবেশ নষ্ট করছেন। পুলিশের এক কর্মকর্তার আত্মীয় হওয়ায়, তিনি বারবার গ্রেফতার হওয়া সত্ত্বেও আইনের ফাঁক ফোকর দিয়ে দ্রুত জামিন পেয়ে যান এবং পুনরায় মাদক ব্যবসা শুরু করেন। বক্তারা আরও অভিযোগ করেন, মিন্টু মৃধার স্ত্রী রাবিয়া, একই পরিবারের রাকিব ও মুসাও মাদক ব্যবসার সাথে জড়িত।

গোসিংগা ও বীরপাশা গ্রামের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজসেবক রিয়াজ মৃধা, সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন, ইউপি সদস্য আব্দুল মালেক খান এবং স্থানীয় যুবদল নেতা আলী আজগর সুজনসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা দাবি করেন, মাদকের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এলাকার পরিবেশ আরও অবনতি ঘটবে। বক্তারা প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *