জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের একাধিক বক্স অফিস হিট সিনেমার মধ্যে অন্যতম ‘পুষ্পা: দ্য রাইজ’। দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল ‘পুষ্পা টু: দ্য রুল’-এর ট্রেলার। প্রকাশিত ট্রেলারটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে।
সুকুমার পরিচালিত এই সিনেমার ট্রেলার জুড়ে রয়েছে অ্যাকশন ও রোমান্সের ঝলক। বিশেষ করে আল্লু অর্জুনের পুষ্পা চরিত্রে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যগুলো নজর কেড়েছে সবার। তার সঙ্গে শ্রীবল্লির চরিত্রে রশ্মিকা মান্দানার অভিনয়ও দারুণ প্রশংসা কুড়িয়েছে। ট্রেলারে তাকে একাধিকবার ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে, যা সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।
ট্রেলারে লাল চন্দনকাঠের চোরাচালানের প্রসঙ্গটিও উল্লেখ করা হয়েছে। এবার পুষ্পাকে আটকাতে শপথ নিয়েছেন এসপি ভনওয়ার সিং শেখাওয়াত, যার চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ ফাসিল। পুলিশের সঙ্গে পুষ্পার রোমাঞ্চকর চোর-পুলিশের খেলা ট্রেলারের অন্যতম আকর্ষণ। সেই সঙ্গে পুষ্পার অপরাধ জগতের নানা কর্মকাণ্ড দর্শকদের ভেতরে উত্তেজনা ছড়াচ্ছে।
২ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে গ্যাংস্টার পুষ্পার জীবনের নানা পরিবর্তনের ইঙ্গিত, যা মূল গল্পের দিকে ইঙ্গিত দেয় না, বরং রহস্য বাড়িয়ে দিয়েছে। ফলে ‘পুষ্পা টু’ সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।
নির্মাতারা জানিয়েছেন, ‘পুষ্পা টু’-তে প্রথম কিস্তির তুলনায় আরও বেশি অ্যাকশন, ড্রামা ও চমকপ্রদ কাহিনী থাকবে। সিনেমাটির বাজেটও রাখা হয়েছে দ্বিগুণ। আগামী ৫ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়, হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি।
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম