শিরোনাম

এ আর রহমান ও সাইরা বানুর ২৯ বছরের সংসার ভাঙলো

বিশ্বখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান এবং তার স্ত্রী সাইরা বানু তাদের ২৯ বছরের দীর্ঘ বিবাহিত জীবন শেষ করার ঘোষণা দিয়েছেন। ১৯৯৫ সালে এই দম্পতির বিয়ে হয় এবং দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর, তারা তাদের সম্পর্কের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেন।

সাইরা বানুর আইনজীবী ভন্দনা শাহ সম্প্রতি একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে তাদের বিচ্ছেদের কথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, “বছরের পর বছর একসঙ্গে থাকার পর, সাইরা বানু সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর তার স্বামী এ আর রহমানের সঙ্গে থাকবেন না। তাদের সম্পর্কের মধ্যে গভীর আবেগিক চাপ এবং নানা ধরনের সংকটের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, যদিও তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন, তবে সম্পর্কের মধ্যে যে বৈরিতা সৃষ্টি হয়েছে, তা আর সমাধান করা সম্ভব হয়নি। সাইরা বানু তার বিচ্ছেদের সিদ্ধান্ত ব্যথা এবং কষ্টের মধ্যে গ্রহণ করেছেন এবং সকলের কাছে প্রার্থনা করেছেন যেন এই কঠিন সময়ে তার গোপনীয়তা এবং সহানুভূতির প্রতি শ্রদ্ধা রাখা হয়।

এ আর রহমান ও সাইরা বানুর বিচ্ছেদের খবর সঙ্গীত এবং বিনোদন জগতে এক বড় চমক সৃষ্টি করেছে। এ আর রহমান বর্তমানে তার পেশাগত জীবনের নতুন পর্বে প্রবেশ করতে প্রস্তুত। তার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ধানুষের দ্বিতীয় ছবি “রায়ান” এবং আরও একাধিক ছবির সঙ্গীত পরিচালনা।

এখন প্রশ্ন হল, সাইরা বানু এবং এ আর রহমানের বিচ্ছেদ তাদের ভবিষ্যতকে কিভাবে প্রভাবিত করবে, তা সময়ই বলবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *